১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৫০

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

দৈনিক দেশজনতা ডেস্ক:

ইতালিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বুধবার ইতালির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকা প্রবেশ পথের প্রায় ৬শ’ মিটারের মধ্যে আলঘেরোতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে একজনের বয়স ২৯ অপর বাংলাদেশির বয়স ৩৯ বছর।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশি কাজ শেষে মালিকের গাড়িতে বাসায় ফিরছিলেন। দেশটির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকা প্রবেশ পথের অদূরে ওপর একটি গাড়ির সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, প্রকৃত দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানায়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ৯:১০ অপরাহ্ণ