২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২৩

রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে আওয়ামী লীগের দুই নেতার উপর হামলার মামলায় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও তার ছেলেসহ এরই মধ্যে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসব ঘটনায় করা পৃথক দুই মামলায় গ্রেফতাররা হলেন- বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা (৬০) ও তার ছেলে সমরজিৎ চাকমা (২১), সুমন চাকমা (২৫), চন্দ্র চাকমা (৩২), বিভময় চাকমা (২৬), সুনীল কান্তি চাকমা (৩৫), বুদ্ধি বিজয় চাকমা (৩২), রিটন চাকমা (২৯), বাবু চাকমা (২৭), মঙ্গল মণি চাকমা (২৬), সাধন চাকমা (২৮), রিকন চাকমা (২৮), কালনজিৎ চাকমা (২২) ও রূপম চাকমা (২৪)।

কোতোয়ালি থানার ওসি বলেন, বৃহস্পতিবার ভোরে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝরনা খীসার ওপর হামলার ঘটনায় বিকেলে নিজে বাদী হয়ে থানায় মামলা করেন ঝরনা খীসা। বৃহস্পতিবার রাতে পরিচালিত পুলিশি অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমার ওপর হামলার ঘটনায় করা মামলায় একই রাতে শহরের রাঙ্গাপানি এলাকা থেকে উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা ও তার ছেলে সমরজিৎ চাকমাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে বিলাইছড়ি থানার ওসি জানান, রাসেল মারমা নিজে বাদী হয়ে বিলাইছড়ি থানায় একটি মামলা করার পর ওই মামলায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় পরিচালিত পুলিশি অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এ মামলায় রাঙামাটি শহর থেকে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ