স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার মাটিতে এবারের অ্যাশেজ সিরিজ খেলতে গিয়ে ভালোই নাকাল হচ্ছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি ১০ উইকেটের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও অসহায় আত্মসমর্পণ করতে হলো অ্যালিস্টার কুক-জো রুটদের। মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডদের দারুণ বোলিংয়ের মুখে এবার ইংল্যান্ড হেরে গেছে ১২০ রানের ব্যবধানে।
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ২১৫ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল জো রুটের দল। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছিল মাত্র ১৩৮ রানে। ফলে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ছিল ৩৫৪ রানের লক্ষ্য।
অধিনায়ক জো রুটের ব্যাটে ভর করে জয়ের স্বপ্নও হয়তো দেখতে শুরু করেছিলেন ইংল্যান্ডের সমর্থকরা। কিন্তু ৬৪ রান করে রুট সাজঘরে ফেরার পরপরই শেষ হয়ে যায় তাদের জয়ের আশা। রুটের পর ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৩৬ রানের। জনি বেয়ারস্টো ও ওপেনার মার্ক স্টোনম্যান; দুজনেই করেছেন ৩৬ রান। ২৯ রান এসেছে দাওয়িদ মালানের ব্যাট থেকে। শেষপর্যন্ত ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গেছে ২৩৩ রানে।
দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিং করে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন মিচেল স্টার্ক। ১৯.২ ওভার বোলিং করে ৮৮ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৫টি উইকেট। দুটি করে উইকেট গেছে জশ হ্যাজেলউড ও নাথান লায়নের ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। দুই ইনিংস মিলিয়ে ১৪৫ রান করার পুরস্কার হিসেবে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন শন মার্শ।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

