৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

সিরাজগঞ্জে গাছের চাপায় কৃষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে রোস্তম আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রোস্তম আলী কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানু ডাঙ্গা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোখলেসুর রহমান জানান, সকালে নিজের জমির পাশে রোস্তম গাছ কাটছিল। এ সময় গাছটি তার উপরে পড়ে যায়। গুরুত্বর অবস্থায় ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে অবস্থার বনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্ত করার সময় তার মৃত্যু হয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ