১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭
ব্রেকিং নিউজ

কক্সবাজার-টেকনাফ সড়কে ইয়াবাসহ আটক-২

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজার-টেকনাফ সড়কে কক্সবাজারমুখী একটি টমটম গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে দায়িত্বরত তুলাবাগান হাইওয়ে পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো-কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা পশ্চিম পানখালী এলাকার মৃত-আবুল হাশেমের ছেলে জসীম (২০), একই এলাকার মোস্তাক আহমদ ছেলে ফোরকান (২১)। তুলাবাগান হাইওয়ে পুলিশের এএসআই তছলিম উদ্দিন বলেন, সড়কে সঙ্গীয় ফোর্সসহ একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৩হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার রুজুর প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৭ ৫:৫৯ অপরাহ্ণ