১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:১৯

নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারের বাড়ির সামনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন একটি কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ছাত্রলীগের কর্মীরা ফাঁকা গুলি ছুঁড়ে। পরে বিএনপির নেতা কর্মীরাও হামলা চালায়। এসময় রবিউল ইসলাম রুবেলসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।’ আহতদের একজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ