আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার রাজধানী দক্ষিণ দামেস্কের আল কিসওয়াহ নামক একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইসরায়েল। তবে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। হামলায় ওই ঘাঁটিতে ‘বস্তুগত ক্ষতি’হয়েছে বলা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।
সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাননি। এদিকে ইসরায়েলে দাবি ওই এলাকায় ইরান তাদের সামরিক ঘাঁটি গড়ে তুলছে যা কোনওভাবেই তারা বরদাশত করবে না।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

