দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
সন্ত্রাসবাদ ইস্যুতে সংবাদ শিরোনামে সবসময়ই থাকে পাকিস্তান। কিন্তু এর থেকে আরও একটি ভয়াবহ তথ্য উঠে এল পাকিস্তানকে নিয়ে। নারীদের জন্য ভয়াবহ একটি দেশ পাকিস্তান। নারীদের প্রতি সহিংসতার দিক থেকে বিশ্বের মধ্যে চতুর্থতম দেশ পাকিস্তান। ওম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি ইনডেক্সের চতুর্থতম স্থানে রয়েছে পাকিস্তান।
ওসলো বিশ্ববিদ্যালয়ের পিস রিসার্চ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জর্জটাউন ইনস্টিটিউট গাঁটছড়া বেঁধে এই সমীক্ষাটি করে। ১৫৩টি দেশের ওপর সমীক্ষা চালানো হয়েছে। নারীদের নিরাপত্তা এবং বিচার প্রক্রিয়ার ওপরই এই সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় উঠে এসেছে, পাকিস্তানে নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আয়োজন করা হয় চূড়ান্ত। এছাড়াও শিক্ষাক্ষেত্রেও চূড়ান্ত অবহেলিত করা হয় মেয়েদের। রিপোর্ট অনুযায়ী, শৈশবেই মেয়েদের পড়াশুনার পাট প্রায় চুকে যায়। মেয়েদেরকে ঘরের ভিতরে আটকে রাখার একটা প্রবণতা চলতেই থাকে। সেই কারণেই পাকিস্তানে নারীদের অবস্থা খুবই শোচনীয়। অপরদিকে, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইজারল্যান্ডে মেয়েদের পরিস্থিতি খুবই ভালো। বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে এই দেশগুলো। পাশাপাশি সিরিয়া, আফগানিস্তান এবং ইয়েমেন দেশের মেয়েদের পরিস্থিতি জটিল।
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে মাত্র ২৪ শতাংশ নারী কর্মক্ষেত্রে কাজ করেন। অপরদিকে, ৩৩ শতাংশ পাকিস্তানি নারী মোবাইল ব্যবহার করেন। পাশাপাশি পার্লামেন্টে নারী সাংসদ মাত্র ২০শতাংশ। পাকিস্তান যে পুরুষশাসিত সমাজ সেটিও সমীক্ষা করে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, ৭৩ শতাংশ পুরুষ চান না তাদের স্ত্রীরা চাকরি সূত্রে বাইরে যান। অপরদিকে, ২৭ শতাংশ মহিলা তাদের নিজের স্বামীর হাতেই প্রহৃত হন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

