দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
বিশ্বের মধ্যে বর্তমানে ভারতেই সবচেয়ে বেশি সংখ্যক শিশু যৌন হয়রানির শিকার। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১৫ মিনিটে একটি শিশু যৌন হয়রানির শিকার হচ্ছে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এক প্রতিবেদনে দেখা গেছে, শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ভারতে ১০ বছরের একটি কন্যাশিশু ধর্ষণের শিকার হয়ে গণমাধ্যমে শিরোনাম হলে শিশুদের যৌন হয়রানি বিতর্ক-আলোচনার কেন্দ্রে চলে আসে। ধর্ষণের কারণে ওই শিশুটি গর্ভবতী হয় এবং এমনকি তাকে বাচ্চা জন্ম দিতে বাধ্য করা হয়। ধর্ষণের দায়ে তার দুই চাচাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ওই প্রতিবেদন মতে, ২০১৬ সালে শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানির ১ লাখ ৬ হাজার ৯৫৮টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ২২টি ঘটনা রেকর্ড করা হয়েছে দেশটির শিশু সুরক্ষা আইনের অধীনে। তবে এটাই বাস্তব চিত্র নয়। কারণ অধিকাংশ ক্ষেত্রে এসব ঘটনার শিকার শিশু ও তার পরিবার মুখ খুলতে চায় না। সূত্র : বিবিসি
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

