আন্তর্জাতিক ডেস্ক:
চীনের উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। অগ্নিকাণ্ডে অপর ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, আজ ভোর রাত ৪টার দিকে হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা সকাল ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ৩শ’ বর্গ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে, বাসার ভিতরের সাজ সজ্জার সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
দৈনিক দেশজনতা /এন আর