নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ধর্মপল্লির সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে সিলেটের সুরমা এলাকা থেকে উদ্ধার পুলিশ। আজ বিকেলে তাকে উদ্ধার করা হয়। গত ২৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওয়ের (৪০) সোমবার (২৭ নভেম্বর) বিকালে বনপাড়া বাজার থেকে ধর্মপল্লিতে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে একই ধর্মপল্লির পাল পুরোহিত ফাদার সুব্রত পিউরিফিকেশন বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ ফাদার উইলিয়াম ওয়াল্টার রোজারিও জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মৃত সিলভেস্টার রোজারিওর ছেলে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

