আন্তর্জাতিক ডেস্ক:
শ্রীলঙ্কায় একটি শক্তিশালী ঝড়ে তিনজনের মৃত্যু ও অপর দুইজন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানায়। এছাড়া ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়ে গেছে এবং ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর এএফপি’র। ঝড়ের কারণে বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোর স্কুলগুলো বন্ধ ছিল এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিমানগুলো গতিপথ পরিবর্তনে বাধ্য হয়। খবর এএফপি’র।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোদিপিলি জানান, বুধবার রাতে ঝড়ের সময় গাছ চাপা পড়ে তিনজন মারা গেছেন। এছাড়াও প্রাকৃতিক এই দুর্যোগে রাস্তাঘাট ও রেললাইন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি আরও জানান, ঝড়ের কারণে দক্ষিণ উপকূলে মাছ ধরার নৌকাডুবিতে দুইজন নিখোঁজ হয়েছেন।
কোদিপিলি আরও বলেন, ‘ঝড়ে মূলত মধ্যাঞ্চলীয় পার্বত্য জেলাগুলোতেই ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়ি এতে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

