আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে মঙ্গলবার একটি গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের স্থলমাইন বিস্ফোরণে আট বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছে আরো দুই জন। খবর সিনহুয়ার।
কান্দাহার প্রদেশ পুলিশের মুখপাত্র জিয়া দুররানী বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রত্যন্ত জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়। এসময় আট জন নিহত ও দুই জন আহত হয়।”
নিহতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

