২২শে এপ্রিল, ২০২৫ ইং | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:১৪
ব্রেকিং নিউজ

চীনের নিংবো বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরীতে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনায় বুধবার মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রাথমিকভাবে নিখোঁজ দুই ব্যক্তি মারা গেছেন। অবৈধ বিস্ফোরক পাচার করার সময় বিস্ফোরণে তারা মারা যান। কর্তৃপক্ষ জানায়, এক লোক তার আত্মীয়দের এই অবৈধ বিস্ফোরক দ্রব্য নিংবো বন্দর নগরীতে নিয়ে যাওয়ার জন্য বলেন। তিনি বিস্ফোরণ তৈরি ও বিক্রি করেন।
পুলিশ এক বিবৃতিতে জানায়, রবিবারের বিস্ফোরণ স্থলে প্রাপ্ত মানবদেহের ছিন্নাংশের ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে তারা ওই সন্দেহভাজন ব্যক্তির বাবা ও জ্ঞাতিভাই। এএফপি।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ২:২৯ অপরাহ্ণ