১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫২
ব্রেকিং নিউজ

রাজশাহীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আলাতলী গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানকালে বাড়িটির ভেতরে জঙ্গিরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার ভোররাত ৪টার দিকে চরআলাতুলি ইউনিয়নের আলাতুলি মধ্যচরের মধ্যে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িটি ঘেরাও করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানায় র‌্যাব।

রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার চর আলাতলী গ্রামের একটি বাড়ি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এরপর বাড়িটিতে আগুন লেগে যায়।

র‌্যাব জানান, ঢাকা থেকে সোয়াট বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সোয়াট বাহিনী আসার পর বাড়িটির ভেতরে অভিযান চালানো হবে। তবে ওই বাড়ির মালিকের নাম বা সেখানে কতজন জঙ্গি আছে তা জানা যায়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ৯:৪২ পূর্বাহ্ণ