২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

নেত্রকোনায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিবেদক:

জমি নিয়ে বিরোধের জের ধরে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের মোগলহাট্টা গ্রামের আবুল মনসুর (২৬) নামে এক যুবককে হত্যার দায়ে আসামি মো. রুবেল মিয়াকে (২৭) মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া মোগলহাট্টা গ্রামের মো. হেলিম ওরফে সিন্দু মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুল আলম প্রদীপ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট দিলোয়ারা বেগম।

মামলার বিবরণে জানা যায়, মোগলহাট্টা গ্রামের মো. সিদ্দিক মিয়া ওরফে শান্তু মিয়ার ছেলে আবুল মনসুরের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের মো. হেলিম ওরফে সিন্দু মিয়ার ছেলে মো. রুবেল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২০১২ সালের ৮ অক্টোবর বিকেলে গ্রামের গনেশের বিলে দা দিয়ে কুপিয়ে মনসুরকে হত্যা করে রুবেল। এ ঘটনায় নিহতের বাবা মো. সিদ্দিক মিয়া বাদী হয়ে একই বছরের ১০ অক্টোবর রুবেল মিয়াসহ তিনজনকে আসামি করে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ২১ মে আসামি মো. রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলায় রায় দেন বিচারক।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ