আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে আফিম প্রক্রিয়াকরণের কয়েকটি গোপন কারখানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার এই হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা- সিএনএনকে জানান পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল মাইকেল এন্ড্রুজ। মাদক চোরাচালানের বিরুদ্ধে আফগান-মার্কিন যৌথ সমঝোতার আওতায় দেশটির উত্তরাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের তালেবান অধ্যুষিত ওইসব স্থাপনায় হামলা চালানো হয়। এতে কাজাকি জেলার তিনটি, মুসা কালা জেলার চারটি ও সাঙ্গিন জেলায় একটি কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে।
বাগরাম বিমান ঘাঁটি থেকে ইউএস এফ-১৬ জঙ্গি বিমান ও কাতারের আল ওয়েদিদ এয়ার বেস থেকে ইউএস-৫২ জঙ্গি বিমান দ্বারা এসব হামলা পরিচালনা করা হয়। তবে এতে ধ্বংসের সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। মার্কিন কমান্ডাররা আশা করছেন, তাদের পরিচালিত এসব হামলায় ওই অঞ্চলের মাদক চোরাচালান কারখানাগুলো সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। সিএনএন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

