২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ১০:২৫

পদত্যাগ করেছেন রংপুর সিটি মেয়র

রংপুর প্রতিবেদক  :

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু করপোরেশনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন। এই আবেদনের ফলে এখন থেকে নতুন মেয়র না আসা পর্যন্ত সিটি করপোরেশন চালাবে প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রশাসক।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ জানান, মেয়র মঙ্গলবার সকালে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন। সকালে তার পদত্যাগপত্র বিমান যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট পাঠানো হয়েছে। নতুন মেয়র না আসা পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিটি করপোরেশন চলবে।

আসন্ন রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের মধ্যে পদত্যাগপত্র গৃহীত হওয়ার কাগজ রংপুরে এসে পৌঁছলে, কাল তিনি নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র দাখিল করবেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ