১১ই এপ্রিল, ২০২৫ ইং | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫০
ব্রেকিং নিউজ

রংপুরে সাপের কামড়ে দম্পতির মৃত্

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের কাউনিয়ায় সাপের কামড়ে দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ আলী (৬৫) ও তার স্ত্রী মনেরা বেগম (৬০)। কাউনিয়া থানার ওসি মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলার চরগনাই এলাকার মোহাম্মদ আলী রবিবার রাতের খাবার খেয়ে ঘুমান। রাত তিনটার দিকে তিনি জেগে দেখেন তার স্ত্রীর পায়ে একটি বিশাল আকৃতির সাপ পেঁচিয়ে আছে এবং একটি ছোট সাপ পাশে। স্ত্রীর এমন দেখে তিনি চিৎকার দিয়ে লোকজন ডাকতে থাকেন। এরই মধ্যে সাপ মোহাম্মদ আলী এবং তার স্ত্রীকে দংশন করে। সাপ বিষধর থাকায় লোকজন এসে দেখেন তারা মারা গেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ৫:২০ অপরাহ্ণ