১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৯

কালী মন্দিরে পাঁচ মূর্তি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর আত্রাই উপজেলায় কালী মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার বড় কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে কে বা কারা কালী মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে। শনিবার সকালে দেখি- কালী মূর্তিসহ মোট পাঁচটি মূর্তি ভাঙা অবস্থায় মন্দিরে পড়ে আছে। পরে আমরা পুলিশে খবর দেই।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, মূর্তি ভাঙচুরের খবর পেয়ে আমরা সেখানে যাই। দেখি, মন্দিরের কালী মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পরে আমরা স্থানীয় মন্দির কমিটির সাথে আলোচনা করার পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। ওসি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ১:৪৩ অপরাহ্ণ