২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

খালেদা জিয়ার গাড়িবহর থেকে ছাত্রদলের ১২ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

আদালতে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহারের পেছন থেকে ছাত্রদলের ১২ নেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার সকাল ১১ টার দিকে রাজধানীর কদমফোয়ারা থেকে ১০ জন ও প্রেসক্লাবের সামনে থেকে দুজনকে আটক করা হয়।
এর আগে আজ সকাল ১০.৪৫ টায় রাজধানীর বকশী বাজার আলীয়া মাদরাসায় স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে বহনকারী গাড়ির পেছনে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়েছে বলে জানান বিএনপির এক সিনিয়র নেতা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ৪:৩১ অপরাহ্ণ