১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৩০

পটুয়াখালীতে বাস উল্টে নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পাখিমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন। নিহতের নাম সরবানু (৮০)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী বাসটি হেলপার চালাচ্ছিল। সকালে পাখিমারা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ