১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:২০

শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হবে না: দুদু

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার দুপুর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাইঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না হবে না করতে দেয়া হবে না।
তিনি বলেন, দেশে গুম-খুন বন্ধ করতে হলে খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ২:৫৪ অপরাহ্ণ