১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:২২
ব্রেকিং নিউজ

রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট উপজেলায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক যুবকের নাম কবির সরকার ওরফে জুলফিকার। চারঘাটের গোপালপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত আবু সিদ্দিক সরকার। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিকাল পাঁচটার দিকে চারঘাট বাজার থেকে তাকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল। কবির সরকারের কাছ থেকে আটশ ৩৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এছাড়া দুইটি সিমকার্ডসহ একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে তার কাছ থেকে। এ ঘটনায় শুক্রবার রাতে তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ৫:৫৮ অপরাহ্ণ