নিজস্ব প্রতিবেদক:
বিশ্বজিৎ দাস হত্যা মামলার উচ্চ আদালত থেকে খালাস পাওয়া তিন আসামি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের মুক্তি দেয়া হয়। বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালত এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন এবং সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাদের তিনজনকে ওই মামলা থেকে খালাস দেন।
মুক্তিপ্রাপ্তরা হলেন- বরিশালের আগৈলঝাড়া থানার চেংগুটিয়ার এলাকার আতিকুর রহমানের ছেলে এএইচএম কিবরিয়া (৩১), মানিকগঞ্জের সাটুরিয়া থানার রাজইর এলাকার আশেক উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৬) ও নরসিংদীর মনোহরদী থানার চন্দ্রনবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে সাইফুল ইসলাম (২৪)।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে পথচারি বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

