১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

ব্রিটেনের রাণীকে ক্ষমা চাইতে বললেন জেরেমি করবিন

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

প্যারাডাইস পেপার্সে সম্প্রতি প্রকাশিত কর ফাঁকি দাতাদের মধ্যে রয়েছে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ’এর নাম। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতেও চলছে নানা আলোচনা-সমালোচনা। প্যারাডাইস পেপার্সে উল্লেখ করা হয়েছে রাণী বাঁকা পথে কেইম্যান আইল্যান্ড ও বারমুডায় অর্থ বিনিয়োগ করেছেন। প্যারাডাইস পেপার্সে এমন তথ্য প্রকাশের পর দেশটির বিরোধী দলীয় প্রধান জেরেমি করবিন বলেছেন, এজন্য রাণীর ক্ষমা চাওয়া উচিৎ। তিনি আরও বলেন, কর ফাঁকির কারণে যে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে তাদের তা বুঝতে হবে। তিনি বলেন, জনগণের কাছেও তাদের জবাবদিহিতা থাকা প্রয়োজন।

অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজে প্রকাশিত ১ কোটি ৩৪ লাখ গোপন নথিতে রাণীর নামও  উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ডাচি অব ল্যাঙ্কাস্টার নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় তিনি প্রায় এক কোটি পাউন্ড বিনিয়োগ করেছেন। অবশ্য ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, এই বিনিয়োগ অবৈধ নয়। বরং রাজবংশের মানুষ অফশোর প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ