১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:১৮

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৫

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ও পাঁচ মাদক ব্যবসায়ীসহ ৪৫জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ৪০পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

জেলা কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার চারটি থানা এলাকায় বিশেষ অভিযানে নড়াইল সদর থানা পুলিশ তিন মাদক ব্যবসায়ীসহ ২০ জন, লোহাগড়া থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীসহ ১১ জন, কালিয়া থানা পুলিশ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৮জনকে গ্রেফতার করে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদকসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা এবং অন্যান্য ঘটনায় আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান চলবে।

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ১০:২০ পূর্বাহ্ণ