স্পোর্টস ডেস্ক:
আম্পায়ারকে গালি দেওয়ায় সিলেট সিক্সারসের আইকন খেলোয়াড় সাব্বির রহমানকে জরিমানা করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাব্বির আম্পায়ার মাহফুজুর রহমানকে গালি দেন।
সূত্র জানিয়েছে, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় সাব্বির এমন আচরণ করেছেন। আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে, যেটি অঙ্কে প্রায় দেড় লাখ টাকা।
এর আগে গত বিপিএলেও শৃঙ্খলাভঙ্গের দায়ে সাব্বিরকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। সে সময় বিসিবির বিজ্ঞপ্তির শেষের অংশে লেখা ছিল এমন ‘জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তাদেরকে দায়বদ্ধতার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়েছে’ ও ‘এ ধরনের কাণ্ডের পুনরাবৃত্তি আরও কঠোর শাস্তির মুখে ফেলবে’।
একদিন আগে বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস করতে ৬ মিনিট দেরি করায় সিলেট সিক্সারসের অধিনায়ক নাসির হোসেনকে সতর্ক করে দেয় বিসিবি।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

