নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কড়া সমালোচনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। বলেছেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। কিন্তু সমিতি সেটা করে না। তারা সমস্যা পাশ কাটিয়ে ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত।’ রবিবার রাতে দেশের অন্যতম প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিণী।
মৌসুমী আরও বলেন, ‘আমার কাছে মনে হয় ফুল দেয়া, চামচামি করা, সব কিছুরই দরকার আছে। লিয়াজো মেইনটেইন করারও দরকার আছে। কিন্তু সবার আগে দরকার শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এই সমিতি সেটা করছে না।’
অভিযোগের সুরে নায়িকা বলেন, ‘চলচ্চিত্রকে কিছু অশুভ ছায়া গ্রাস করেছে। এই অশুভ ছায়া দেশের চলচ্চিত্রের কাজের পরিবেশ নষ্ট করছে। এসব অশুভ ছায়া দূর করতে চলচ্চিত্র ফোরাম গঠন করা হয়েছে। কোনো শিল্পী ভুল করলে তাকে সঠিক পথ দেখানো উচিত সমিতির। যে শিল্পীর কাজ নেই তার কাজের পরিবেশও সৃষ্টি করবে সমিতি। কিন্তু সমিতি সেটা করছে না। বরং যারা কাজ করছে তাদের কাজ বন্ধ করে দেয়া হচ্ছে। এতে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
‘শিল্পী সমিতি যদি তাদের দায়িত্ব ঠিক ভাবে পালন করতো তাহলে আজ চলচ্চিত্র ফোরামের জন্ম হতো না বলে দাবি করেন মৌসুমী। তিনি বলেন, সমিতির আচরণের কারণেই শাকিব খান শিল্পী সমিতি থেকে বের হয়ে গেছেন। যা হয়েছে ভালো হয়েছে। এখন কোনো সমিতির সঙ্গে কোনো সমিতির দ্বন্দ্ব নেই। সবাই সবার মতো ভালো কাজ করুক এটাই আমি চাই।’
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের নতুন সংগঠন চলচ্চিত্র ফোরামের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির নায়িকা মৌসুমী। এর আগে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুদিন পরই সে পদ থেকে সরে দাড়ান।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

