নিজস্ব প্রতিবেদক:
এবারের আয়কর মেলায় তিন হাজার কোটি টাকার কর আদায় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে সপ্তাহব্যাপী আয়কর মেলা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ২০১০ সালের প্রথম আয়কর মেলায় সেবা নিয়েছে ৬০ হাজার ৫০০ জন। আর ২০১৬ সালের সর্বশেষ আয়কর মেলায় সেবা নিয়েছে ৯ লাখ ২৯ হাজার। সেবাগ্রহীতা বাড়ানোর বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন।
এম এ মান্নান বলেন, গত বছর দুই লাখ করদাতা রিটার্ন জমা দেওয়ার বিপরীতে ২ হাজার ১৩০ কোটি টাকা আয়কর দিয়েছেন। এবার তা তিন হাজার কোটি টাকা ছাড়াবে বলে আশা করছি। বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম স্কুলে শিক্ষার্থীদের আয়কর পড়োনোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বিদেশে পড়াশুনা করেছি, আমি ক্লাস টেনেই জেনেছি কীভাবে আয়কর দিতে হবে। আমার পাঠ্যবইয়ে সে বিষয় ছিল।’
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘যে পরিবারের সবাই দীর্ঘদিন ধরে আয়কর দিচ্ছেন আমরা তাদের পুরস্কার দিচ্ছি। আমরা তাদের কর বাহাদুর উপাধি দিচ্ছি। এবার আয়কর মেলার বাড়তি আকর্ষণ থাকবে করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে-সঙ্গে ইনকাম ট্যাক্স আইড কার্ড ও স্টিকার প্রদান করা হবে। এটি এনবিআরের নতুন উদ্ভাবন।’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মান্নানের কথা উল্লেখ করে নজিবুর রহমান বলেন, ‘তিনি আমাকে করদাতাদের পিন নম্বর দেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। যে ট্যাক্স পিন দিয়ে তাদের শনাক্ত করা যাবে। আমরা এই পদ্ধতি চালু করবো।’ আজ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। দেশের আটটি বিভাগীয় শহর, ৫৬ জেলা ও ১০৩টি উপজেলাসহ সারাদেশের ১৬৭টি স্থানে আয়কর মেলা হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

