৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১২

৮ বছর পর বীরগঞ্জে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

দেশজনতা ডেস্ক:উত্তরের জেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজুর সভাপতিত্বে দীর্ঘ ৮ বছর পর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে বর্ণাঢ্য র‌্যালি বের করার প্রস্তুতি নিলেও পুলিশ অনুমতি না দেওয়ায় তা করতে পারেননি নেতাকর্মীরা।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সাংসদ আকতারুজ্জামান মিয়া, রেজিনা ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জল, মোফাজ্জল হোসেন দুলাল, বখতিয়ার রহমান কচি, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় বক্তারা বলেন, সারাদেশে দলীয় নেতাকর্মীর উপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার। আমাদের কাউন্সিল করতে দিলেও র‌্যালি করতে দেওয়া হয়না।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৫:৪৮ অপরাহ্ণ