১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

রোহিঙ্গাবাহী নৌকাডুবি ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ৫

নিজস্ব প্রতিবেদক:

মিময়ানমার থেকে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে রোহিঙ্গা ভর্তি নৌকা ডুবির ঘটনায় অন্তত তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো পাঁচ রোহিঙ্গা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের মহেশখালী পাড়া এলাকায় সমুদ্র সৈকতে নৌকা ডুবির ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সদর ইউনিয়নের চেয়রম্যান শাহজানান মিয়া জানান, ৩৫ রোহিঙ্গা যাত্রীসহ নৌকাটি ডুবে গেলে তিন শিশুর মৃত্যু হয়। এতে নিখোঁজ রয়েছে পাঁচ রোহিঙ্গা।
নিহত তিন শিশুর মধ্যে দুইজন হলো- সাত মাস বয়সী মাকসুদ ও তিন মাস বয়সী জোহরা এবং একজনের নাম এখনো জানা যায়নি।
উদ্ধার হওয়া রোহিঙ্গা আশরাফ আলী জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় ৩৫ জন যাত্রীসহ তাদের নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ