স্পোর্টসডেস্ক:
নতুন মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে ভ্যালেন্সিয়া-লেভান্তের মতো দলগুলোর বিপক্ষে ড্র করেছে দলটি, হেরে গেছে রিয়াল বেটিসের বিপক্ষে। আর তারই ধারাবাহিকতায় এবার জিরোনার মাঠে ২-১ গোলে হেরেছে আসরে বর্তমান শিরোপাধারীরা। জিরোনার মাঠে ১২তম মিনিটেই এদিয়ে যায় রিয়াল। রোনালদোর নেওয়ার শট আটকে দেন জিরোনার গেলরক্ষক বোনু। তবে নিয়ন্ত্রণ না থাকায় বল পেয়ে যান কাছেই থাকা ইসকো। সহজ বলটাকে গোলে পরিণত করেন তিনি।
এরপর বিরতির পর খেলায় সমতা আনে স্বাগতিকরা। ৫৪ মিনিটে গোল করেন ক্রিস স্টুয়ানি। রিয়ালের ডি বক্সে বোজো গার্সিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ানে গোল করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। এরপর ৫৮তম মিনিটে রিয়ালকে হতাশায় ডুবান জড়ান পুর্তো। পাবলো মাফিয়োর দ্রুত গতির শটে পা লাগিয়ে গোল পান তিনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। অবশেষে হার নিয়েই রোনালদো-বেনজেমাদের মাঠ ছাড়তে হয়।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

