১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৫৮

মিশরে নতুন সেনাপ্রধান নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক:
মিশরের নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি । শনিবার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ফরিদ হেগাজিকে তিনি এ পদে নিয়োগ দেন। তবে এ পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। তার পূর্বসূরি মাহমুদ হেগাজিকে প্রেসিডেন্টের উপদেষ্টা করা হয়েছে। তিনি ২০১৪ সাল থেকে সামরিক প্রধানের দায়িত্ব পালন করেন।
ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে সিসি ২০১৩ সালে ক্ষমতায় আসেন। এরপর থেকে দেশটির সশস্ত্র বাহিনীকে আইএসসহ ইসলামপন্থীদের বিদ্রোহ মোকাবেলা করতে হচ্ছে। এ সময়ে প্রাণ হারিয়েছে শত শত পুলিশ ও সেনাসদস্য।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৪:৪৯ অপরাহ্ণ