১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:২৮

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি:  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে মানিক(২৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কান্তিভিটা সীমান্তের বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে মানিককে ভারতের হাটখোলা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। ওপার থেকে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে ধরা পড়েন তিনি।

বিজিবি ঠাকুরগাঁও-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল খাদেমুল বাশার বলেন, আটক যুবক ভারতের ভেতরে ধরা পড়েছে। তাকে ছাড়িয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ১:৫৪ অপরাহ্ণ