২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:০৭

জয়পুরহাটে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে রায়হান বিল্লাহ ময়নুল হাসান ওরফে মুন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে শহরের পুলিশ সুপারের কার্যালয় চত্বর এলাকা থেকে ওই ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামের রেজাউল করিম টুটুলের ছেলে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুনিরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের হাতে মাদকসহ আটক পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের এক নারী মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে ওই ব্যাংক কর্মকর্তা নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেন। সন্দেহ হলে পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাদ করলে এক পর্যায়ে এই প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ১১:৪১ পূর্বাহ্ণ