নিজস্ব প্রতিবেদক:
কয়েকদিন আগে বেশ জমকালো আয়োজনে পরী মনি পালন করলেন জন্মদিন। বিশেষ দিনটির এক আয়োজনে ড্রেস কোড দিয়েছিলেন অতিথিদের। সবাইকে সাদা বা নীল পোশাক পরতে হবে। অতিথিরা নায়িকার আব্দারও মেনেছিলেন।
অনুষ্ঠানে নীল পরীর সাজেই সেজেছিলেন পরী মনি। বনানী একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সকলের মধ্যমনি হয়েছিলেন তিনি। পরীর সাথে মিলিয়ে সাদা-নীল পোশাকে হাজির হয়েছিলেন ‘লাভ গুরু’ তামিম হাসান, যিনি কি-না পরীর মনের মানুষ।
শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে একগুচ্ছ ছবি প্র্রকাশ করেন ‘রক্ত’ নায়িকা। সেখানে নানা ভঙ্গিমায় নিজেদের তুলে ধরলেন পরী-তামিম। পরীর জন্মদিনে অবশ্য আরো কিছু আয়োজন ছিল। প্রথম প্রহর কাটান প্রিয় মানুষদের সঙ্গে। দুপুরে ছিল অনাথ শিশুদের জন্য আয়োজন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

