স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহোকে পেতে মরিয়া হয়ে ওঠেছে বার্সেলোনা। অন্যদিকে, লিভারপুল কিছুতেই তাকে বিক্রি করতে রাজি নয়। গ্রীষ্মের দলবদলের সময় তিনবার প্রত্যাখ্যাত হওয়ার পরও হাল ছাড়েনি বার্সা। জানুয়ারিতে শীতকালীন দলবদলের সময় এই তারকা ফুটবলারকে দলে ভেড়ানোর পরিকল্পনার ব্যস্ত এখন বার্সেলোনা। এ ব্যাপারে স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার জন্য নতুন করে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব তৈরি করছে বার্সেলোনা। যা লিভারপুলের চাওয়া থেকে ৫০ মিলিয়ন কম।
প্রসঙ্গত, এর আগে কুতিনহো বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য লিভারপুলের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। বয়কট করেছিলেন অনুশীলন। ফলে কুতিনহোর ব্যক্তি ইচ্ছার কাছে একটু হলেও দুর্বল হয়ে পড়েছিল লিভারপুল। কুতিনহোকে নিতে হলে ২০০ মিলিয়ন ইউরো লাগবে বলে জানিয়েছিল ক্লাবটি!।
মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, এ মাসেই নতুন এই প্রস্তাব পাঠাতে পারে বার্সা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

