১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫১
ব্রেকিং নিউজ

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ১

রাজশাহী প্রতিবেদক  :

রাজশাহী নগরীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দীপক বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর উপকণ্ঠ লিলি সিনেমা হলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দীপক বিশ্বাস নগরীর আলীগঞ্জ বাগানপাড়ার মৃত ফ্রান্সিস বিশ্বাসের ছেলে। দীপক পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীপক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক  তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দীপক মারা যান। স্থানীয়দের কয়েকজন ট্রাকটি ধাওয়া করে চালক সেলিম রেজাকে (২৩) আটক করে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক সেলিমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বজনরা

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৭:২১ অপরাহ্ণ