২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৯

কাজলা বিলের পরিবেশ রক্ষায় হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষি জমি, পুকুর ও খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একইসঙ্গে ওই এলাকা পরিদর্শন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে পরিবেশ সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে ভূমি সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ সচিব, রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট), নারায়ণগঞ্জের ডিসি ও এসপি, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতের আদেশের বিষয়টি মঙ্গলবার (২৪ অক্টোবর) জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী তৈমুর আলম খন্দকার। পরে তিনি বলেন, ‘রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি’ নামে দুটি আবাসন প্রকল্প রূপগঞ্জের পরিবেশ নষ্ট করছে। ওই এলাকা পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে পরিবেশ সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিট আবেদনটি করেন স্থানীয় বাসিন্দা বাদশা মিয়াসহ চারজন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ৫:১২ অপরাহ্ণ