ফেনী প্রতিনিধি:
দুই দিনের টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর ভাঙ্গা বেড়িবাঁধের ১১টি পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করে ফুলগাজী উপজেলার ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বর্তমানে মুহুরী নদীর পানি বিপদ সীমার ২০০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম এদিকে বৃষ্টি পুরোপুরি বন্ধ না হলে ও ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করা সম্বভ হবে না বলে জানিয়েছে।
গত জুলাই মাসের টানা বর্ষণে ফুলগাজী ও পরশুরামের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১১টি পয়েন্টে ভাঙ্গনের সৃষ্টি হয়। এই সময় দুই উপজেলার প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়। এতে পানি বন্ধি হয়ে পড়েছে দুই উপজেলার অন্তত ২৫ হাজার মানুষ। ভেসে গেছে এসব এলাকার কয়েক শতাধিক মাছের খামার ও পুকুর। নষ্ট হয়েছে আমনের বীজতলা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

