২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫২

নোয়াশাল পরিবারের তিন সদস্য

বিনোদন ডেস্ক:

মীর সাব্বির টিভি নাটকের জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি বর্তমানে নির্মাণেও বেশ ব্যস্ত। তার পরিচালনায় আরটিভিতে প্রচার চলছে ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। এতে অভিনয়ও করছেন তিনি। বরিশাল ও নোয়াখালী অঞ্চলের দুটি পরিবারের মধ্যকার নানা ধরনের গল্প নিয়েই এগিয়ে যাচ্ছে নাটকটি। এই নাটকের মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে ধারাবাহিকে কাজ করছেন মীর সাব্বির, অহনা ও নিশা।
নাটকটিতে অহনা ও নিশার অন্তর্ভুক্তি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, অভিনয়ে কোনো শিল্পী যখন সিরিয়াস থাকেন তখন তার অভিনয় ভালো হতে থাকে। অহনা এবং নিশার অভিনয় এখন আগের থেকে অনেক ভালো হচ্ছে। দু’জনের পারফরমেন্সে নির্মাতা হিসেবে আমি খুশি। অহনা বলেন, শুরু থেকেই এই নাটকে অভিনয় করাটা আমি বেশ উপভোগ করছি। একজন শিল্পী হিসেবে মনেপ্রাণে চেষ্টা করি আমার চরিত্রটি সবার সঙ্গে সমন্বয় রেখে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সাব্বির ভাই সহশিল্পী ও নির্মাতা হিসেবে বেশ সহযোগিতা পরায়ণ। এরই মধ্যে আরটিভিতে নাটকটির ৫৭০ পর্ব প্রচার হয়েছে। সপ্তাহের প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হয়।
এতে আরও অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, ডলি জহুর, চিত্রলেখা গুহ, আমিন আজাদসহ আরও অনেকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ