নিজস্ব প্রতিবেদক:
টানা কয়েকদিনের গরমে নাভিশ্বাসের পর আজ ভোরে রাজধানীতে বৃষ্টির দেখা মিলেছে। এতে মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। প্রায় আধঘণ্টা ধরে বৃষ্টির দাপট শেষে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ সময় মেঘের গর্জনও শোনা যায়।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রাডারে বৃষ্টির চিত্র দেখা যাচ্ছে। আজ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে বাড়বে। এদিকে, হঠাৎ বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। তবে এরপরও সবার চোখেমুখে ছিল স্বস্তির নিঃশ্বাস।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

