১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৫৭

জেদ্দায় আগামী শুক্র ও শনিবার প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেট সেবা দেয়া হবে

দৈনিক দেশজনতা ডেস্ক:

সৌদি আরবের জেদ্দায় আগামী শুক্র ও শনিবার প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টসহ অন্যান্য কনস্যুলেট সেবা দেয়া হবে। খামিস মোশায়েতের বাঙ্গালী মার্কেটের পার্শ্ববর্তী পুরাতন পোস্ট অফিসের বিপরীতে আল ঈমান মাদরাসার হল রুমে এ সেবা দেয়া হবে। জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আগামী শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কনস্যুলেটের (জেদ্দা) একটি টিম ওই এলাকায় অবস্থান করবেন। তারা খামিস মোশায়েতসহ পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টসহ অন্যান্য বিষয়ে সেবা প্রদান করবেন।

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ