গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ কারাগারে শাহিন মোল্লা (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে তিনি মারা যায়। গত ২৫ সেপ্টেম্বর একটি চুরি মামলায় শাহিন মোল্লাকে জেলহাজতে পাঠায় আদালত। তার বাড়ি মুকসুদপুর উপজেলার কাওয়ালদিয়া গ্রামে। তার বাবার নাম সত্তার মোল্লা। গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহ ধরে শাহিন বেশ অসুস্থ ছিলেন। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি জানান, আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

