১১ই এপ্রিল, ২০২৫ ইং | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪
ব্রেকিং নিউজ

বেনাপোলে ১০টি সোনার বারসহ কলেজ ছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক:
ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ রিপন হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. তারিকুল হাকিম জানান, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পাচারের আগেই ঐ এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
আটক রিপন হোসেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদরের কামাল হোসেনের ছেলে। তিনি বেনাপোল ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুটখালি উওরপাড়া গ্রামের দুলাভাই রাশেদুল ইসলামের বাড়িতে থেকে লেখা পড়া করতেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি সোনা পাচারের সাথে জড়িত রয়েছেন বলে বিজিবি জানায়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ৫:২৮ অপরাহ্ণ