১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:১৬

আলাস্কায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার আঘাত হানা এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। খবর এনডিটিভির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১১ দশমিক ৮ কিলোমিটার (৬৯ মাইল)। ভূমিকম্পটি আলুতিয়ান দ্বীপপুঞ্জের দূরবর্তী বুলডির দ্বীপের ৬০ কিলোমিটার পূর্বে আঘাত হানে, যেখানে প্রায় ৮ হাজার মানুষের বাস।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৩:২৩ অপরাহ্ণ