১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

‘বড় ছেলে’ এখন কোটিপতি

বিনোদন ডেস্ক:

ঈদুল আজহার টেলিফিল্ম ‘বড় ছেলে’র সাফল্য অব্যাহত রয়েছে। ইউটিউবে কোটিবারের বেশি দেখা হয়েছে। আর এ মাইলফলক অর্জন করেছে মাত্র ১ মাস ৩ দিনে। এমনটা বাংলা কোনো ভিডিও’র ক্ষেত্রে আগে দেখা যায়নি। মিজানুর রহমান আরিয়ানের কাহিনী ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘বড় ছেলে’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। ৫ সেপ্টেম্বর টেলিফিল্মটি ইউটিউবে আপ করা হয়। এরপর প্রথম দশদিনেই অর্ধ কোটিবারের মতো দেখা হয়। ওই সময় নির্মাতা বলেন, “এটা ঘটেছে মাত্র ১০ দিনে। ১০০ দিনে গিয়ে কী হয় সেটা দেখার অপেক্ষায়। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালোবাসা ‘বড় ছেলে’কে এভাবে গ্রহণ করার জন্য।”

সোমবার সকাল পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৩১ হাজারের বেশিবার। এ সাফল্যেও আরিয়ান উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবারো ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের। মর্মস্পর্শী গল্পে নির্মিত হয়েছে ‘বড় ছেলে’। এতে দেখানো হয় অপূর্ব একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। পরিবারের দায়িত্ব পালনের কারণে বিসর্জন দিতে হয় নিজের ভালোবাসাকেও। প্রচারের পরপরই ‘বড় ছেলে’ দারুণ সাড়া পায়। সোশ্যাল মিডিয়ায় টেলিফিল্মটি নিয়ে বেশ চর্চা হয়। সে সূত্র ধরে পরপর তিন রাতে চ্যানেল নাইনে বিরতিহীনভাবে প্রদর্শিত হয় ‘বড় ছেলে’।

এদিকে টেলিফিল্মটিতে ব্যবহৃত মিফতা জামানের ‘তাই তোমার খেয়াল’ গানটিও দারুণ সাড়া ফেলেছে। এক মাসে ইউটিউবে ২৭ লাখের বেশিবার শোনা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ