কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে সি আর-২১/১১ নম্বর মামলার এক মাসের সাজাপ্রাপ্ত আসামি হলেন-ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের কাশেম আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫)।
বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন- ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের হাসেন আলীর ছেলে শাহ আলী (৩৫), আব্দুল মজিদের ছেলে মিঠুন (২৫) সাদের আলীর ছেলে শাহিনুর (৩০), মামুন মিয়ার ছেলে হাফিজুর (৩২), কাশেম আলীর ছেলে আব্দুল মজিদ (৫০), নগরাজপুর গ্রামের আবীর আলীর ছেলে আকবর আলী (৪০), একই গ্রামের আসাদুল হকের ছেলে আব্দুল আউয়াল (৪০)। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ৪ অক্টোবর বুধবার দুপুরে গ্রেফতার ৮ আসামিকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

