১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:১৯

ভুলে বাংলাদেশির লাশ পাঠানো হলো পাকিস্তানে

দৈনিক দেশজনতা ডেস্ক:

নাম মিলে যাওয়ায় এক বাংলাদেশির লাশ সৌদি আরবে থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে লাশটি আবারও সৌদি আরবে ফেরত আনা হয়েছে।

সৌদি গেজেট জানায়, গত সপ্তাহে দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মর্গে থাকা ওই মরদেহটি পাকিস্তানি নাগরিক নিজামুল্লাহ বলে শনাক্ত করে।

শনাক্তের পর পাকিস্তানে পাঠানো হয় নিজামুল্লাহর লাশটি। পেশওয়ারের বাছা খান আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ নিতে নিজামুল্লাহের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু কফিন খুলেই স্বজনরা জানান এটা তাদের নিজামুল্লাহ লাশ নয়।

নিজামুল্লাহর পরিবার ওই লাশ নিতে অস্বীকৃতি জানালে মরদেহটি আবারও সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফেরত পাঠানো হয় সৌদি আরবে।

পাকিস্তানের পেশওয়ার বাসিন্দা নিজামুল্লাহ সৌদি আরবের দাম্মামে গাড়িচালকের কাজ করতেন।

এরপর লাশটি বাংলাদেশি নিজামুল্লার বলে নিশ্চিত হওয়া যায় বলে সৌদি গেজেট জানায়।

এব্যাপারে দাম্মামে অবস্থানরত বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজামুল্লাহর বাংলাদেশি এবং তার বাড়ি কুমিল্লার বরুড়ায়। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। সূত্র : সৌদি গেজেট

 

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১১:১৯ পূর্বাহ্ণ